
শনিবার ২৪ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: ছুটি কাটাতে নয়, কাজের সূত্রেই যাওয়া থাইল্যান্ডে! 'দেশবিরোধী' বলায় আবেগে ভেঙে পড়লেন কৌতুকশিল্পী ভারতী সিং। বললেন — “আপনারা খুবই ভোলাভালা…।” ভারত-পাকিস্তান সীমান্তে টানটান উত্তেজনার মাঝেই থাইল্যান্ডে ঘুরতে যাওয়া নিয়ে নেটপাড়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় কৌতুকশিল্পী ভারতী সিং। কেউ কেউ তাঁকে ‘অসংবেদনশীল’ বলেও কটাক্ষ করেছেন। অভিযোগ, যখন গোটা দেশ উদ্বেগে দিন কাটাচ্ছে, তখন তিনি বিদেশে বেড়াতে ব্যস্ত!
কিন্তু এবার নিজের ইউটিউব চ্যানেলে বিষয়টি নিয়ে মুখ খুললেন ভারতী। জানালেন, তিনি কোনওভাবেই ছুটি কাটাতে থাইল্যান্ডে যাননি বরং বেশ কয়েক মাস আগে পরিকল্পিত একটি শ্যুটিংয়ের কাজের সুবাদেই এখন ব্যাঙ্ককে রয়েছেন। শিল্পীর কণ্ঠে স্পষ্ট আবেগ, চোখে জল— কঠিন সময়ে ভুল বোঝা হলে কেমন লাগে, তা যেন বুঝিয়ে দিলেন মনের গভীর থেকে।
“হ্যাঁ, আমি জানি, দেশের অবস্থা এখন খুব সংবেদনশীল। কিন্তু আমার পরিবার সুরক্ষিত আছে… আমি আমার দেশ আর সরকারের উপর সম্পূর্ণ আস্থা রাখি। ভারত একটা শক্তিশালী দেশ, একে কেউ নাড়াতে পারবে না,”— বলেন তিনি। ভারতী আরও বলেন, “আমি রাগ করি না, কিন্তু যখন কিছু কমেন্ট পড়ি, তখন মনে হয়, আপনারা খুব ভোলাভালা মানুষ। বিশ্বাস করুন, আমি এখানে ছুটি কাটাতে আসিনি। এই প্রজেক্টটা আমরা ৩-৪ মাস আগেই চূড়ান্ত করেছিলাম। ১০ দিনের শুটিং চলছে, প্রচুর প্রস্তুতি, পরিকল্পনা, কনট্র্যাক্ট— সবকিছু রয়েছে। এখন যদি মাঝপথে ছেড়ে দিই, তাহলে সেটা ভীষণ অপেশাদার কাজ হয়ে যাবে।”
সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে যখন ভারতী বলেন, “আমি সত্যিই খুব উদ্বিগ্ন থাকি, প্রচুর কাঁদি। অনেকেই বলেছেন, আমি আমার দেশ বা পরিবারের কথা ভাবি না— এটা খুব কষ্ট দেয়। কিন্তু আমি একা না, আমার পরিবারেরাই বলেছে, ‘তুমি কাজ করো, কারণ শো মাস্ট গো অন।’”
সর্বশেষে, নেটিজেনদের উদ্দেশে ভারতীর বার্তা— “আপনারা আমার পরিবার, তাই তো এত প্রভাব ফেলে। আমি শুধু চাই, কেউ ভুল না বোঝে। আমি কাজের জন্য বাইরে, দায়বদ্ধতা থেকেই। ছুটিতে নয়।”
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?